বগুড়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
শুভজিৎ সরকার, চিফ টিভিঃ
বগুড়ার সদর উপজেলার চক ফরিদ কলোনি এলাকার শেখ ফরিদ এতিমখানার সামনে আজ (২ মার্চ) বিকাল সাড়ে ৪টার সময় শান্ত নামের এক কলেজ ছাত্রকে ছুরির আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মৃত কলেজ ছাত্র হলেন, সারিয়াকান্দি উপজেলার কৃপতলা সাহাপাড়া গ্রামের আদুল হোসেনের ছেলে আজাহারুল ইসলাম শান্ত (২৪)। তিনি সৈয়দ আহমেদ কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী।
তার শরীরের বিভিন্ন জায়গায় চাকু দ্বারা আঘাত করলে সে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে আসলে, চিকিৎসারত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর তদন্ত শাহিনুজ্জামান। তিনি আরো বলেন, এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য আমাদের মাঠে কাজ শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই