শিরোনাম

নীলফামারীতে তিন ক্লিনিককে জরিমানা- Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।রোববার (২৪ মার্চ) বিকালে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামছুল আলম অভিযান পরিচালনা করেন।চিকিৎসক সংকট, প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না দেওয়া, সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করায় জেলা সিভিল সার্জন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

উপজেলা শহরের পদ্মা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, নার্স বিধি মোতাবেক না থাকা ও যন্ত্রপাতি সংকট থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিধি মোতাবেক চিকিৎসক না থাকায় সেবা হাসপাতালকে ৪০ হাজার টাকা ও ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়া, প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া এক্সরে করাসহ বিধি মোতাবেক চিকিৎসক না থাকায় ডক্টরস্ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ডক্টরস্ ক্লিনিকের মূল্য পরিশোধ রশিদ বহি জব্দ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই