রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
মিরসরাই বড়তাকিয়া ফিলিং স্টেশন সংলগ্ন প্রকাশ ডাক্তার বাডি রাস্তার মাথায় এক মর্মান্তিক দূঘটনা ঘটেছে।জানা যায় মহিলাটি রাস্তা পার হওয়ার সময় গাডি ধাক্কা দিয়ে চলে যায়।ঘটনার এক ঘন্টা পরে বিষয় টি স্থানীয়দের নজরে আসে. পরে অনেক খোঁজ খবর নেওয়ার পর মৃত্যুের সজনরা আসে। মৃত্যুের নাম মোছা আলেয়া বয়স ৩৩ স্বামী মো হারুন ওর রশিদ গ্রাম নিচিন্তা থানা মিরসরাই জেলা চট্টগ্রাম।
মৃত্যুের একজন মেয়ে রয়েছে (মিম) ১৪ সপ্তম শ্রেনিতে পডে।মৃত্যুের স্বজনদের সাথে কথা বলে জানা যায় ওনি সকালে ওনার বোনের বাডি থেকে নিজের বাডির দিকে যাওয়ার জন্য বের হয়েছিলেন। তিনি গাডি থেকে প্রকাশ ডাক্তার বাডির সামনে নেমে যায় ওখান থেকে রাস্তা পার হওয়ার সময় গাডি ধাক্কা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে মারা যায়।
কোন মন্তব্য নেই