সাতক্ষীরায় মিতালী সংঘ নবনির্বাচিত এমপি কে জানালো ফুলের শুভেচ্ছা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
আজগার আলী, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরা দহাকুলা মিতালী সংঘ এর নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-০২ আসনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু এমপি কে ফুলের শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার ( ১১ মার্চ ) দুপুর দুইটায় শহরের কাটিয়া লস্কর পাড়ায় সদর-২ আসনের সংসদ সদস্যের বাসভবনে দহাকুলা মিতালী সংঘ এর নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
এসময় উপস্থিত ছিলেন, দহাকুলা মিতালী সংঘ এর নবাগত নবনির্বাচিত (প্রস্তাবিত) সভাপতি শেখ নাঈম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ রিয়াজ ইফতেখার বনি। দৈনিক সাতক্ষীরা কণ্ঠের সম্পাদক শেখ ইলিয়াস হোসেন, শেখ আবু সাঈদ পাপ্পু , বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবু আলম, ছাত্রলীগ নেতা শেখ আহসান হাবীব লিমু, রিঙ্কু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই