শিরোনাম

এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন সেবা ফাউন্ডেশন - Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে বিনামূল্যে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করছেন সেবা ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।এতে বিনামূল্যে ইফতার পেয়ে খুশি এতিম শিশুরা।বুধবার(২৭ মার্চ)উপজেলার রনচন্ডীর ফারদিন হক এতিমখানা মাদরাসায় এ ইফতার বিতরণ করা হয়। রমজান মাসের শুরু থেকে বিনামূল্যে ইফতার বিতরণ করছেন এ সংগঠনটি। 

জানা যায়, দীর্ঘ তিনবছর ধরে সমাজের নানান উন্নয়নমূখী কার্যক্রম করে আসছেন।করোনাকালে দুস্থ মানুষের পাশে দাড়ানো।জরুরি মুহূর্তে রুগিকে রক্ত সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেন এ সংগঠনটি। 

সংগঠনটি প্রতিষ্ঠাতা সভাপতি শিপন শেন লিওন বলেন, আমরা নিজের স্বার্থমত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। সমাজে অবহেলিত মানুষ যারা আছেন আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করিন। আমাদের সংগঠনটি মূলত সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করেন। এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক রফিক শাহের সভাপতিত্বে সহসভাপতি সিজু মিয়া,ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মতিনা মিয়া,স্বাধীনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই