পাঁচবিবিতে একাডেমী কাপ প্রমিলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে একাডেমী কাপ প্রমিলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সার্বিক সহযোগিতায় উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাফফর রহমান সাজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ফুটবল একাডেমির যুগ্ম সম্পাদক জাইদুল মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি পলাশ কুমার ঘোষ, ছাত্রনেতা মেহেদী হাসান সহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় পাঁচবিবি প্রমিলা ফুটবল একাডেমি ৩-০ গোলে ক্ষেতলাল পাঠানপাড়া প্রমিলা ফুটবল একাডেমিকে পরাজিত করে।
কোন মন্তব্য নেই