বাগেরহাটে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
বাগেরহাটের রামপালে ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে রাব্বি হোসেন (২০) নামে যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সরকারি খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় জয়দেব বালা (৫২) ও মোটরসাইকেলচালক সাকিব (১৭) গুরুতর আহত হন।
নিহত রাব্বি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় কুলটিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক সাকিব, আরোহী রাব্বি এবং ভ্যানচালক জয়দেব বালা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে রাব্বির মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই