শিরোনাম

দারিদ্র্যমুক্ত ও শান্তির সমাজ গঠনে যাকাতের বিকল্প নেই - Chief TV - চিফ টিভি

দারিদ্র্যমুক্ত ও শান্তির সমাজ গঠনে যাকাতের বিকল্প নেই - Chief TV - চিফ টিভিদারিদ্র্যমুক্ত ও শান্তির সমাজ গঠনে যাকাতের বিকল্প নেই - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
সৈয়দ আবু ইউসুফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

দারিদ্র্যমুক্ত ও শান্তির সমাজ গঠনে যাকাতের কোনো বিকল্প নেই। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সঠিক পদ্ধতিতে নিসাব অনুযায়ী যাকাত আদায় করা। আর ব্যক্তি নিজেকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তার জন্য যাকাত প্রদান একটি উত্তম পন্থা। সলাতের মাধ্যমে আল্লাহর হক আদায় করা হয় এবং যাকাতের মাধ্যমে আল্লাহর নির্দেশ ও বান্দার হক আদায় করা হয়। আল্লাহ তা‘আলার কাছে পৌঁছে উত্তম কথা ও সৎ আমল। আল্লাহ তা‘আলা বলেন, তোমরা সৎ আমল কর এবং তোমাদের আমলকে বিনষ্ট করো না খোঁটা ও কষ্ট দিয়ে। মহানবী (সা:) বলেন, মানুষের দুই চোয়ালে ৬০টি শয়তান থাকে। যদি সে দিনের বেলা সাদাকাহ দিয়ে দেয় তাহলে শয়তান তার মুখ থেকে বিতাড়িত হয়ে যায়। তিনি আরো বলেন, ব্যবসায় শয়তান ও পাপ একত্রিত হয়। কাজেই তোমরা যাকাত প্রদানের মাধ্যমে ব্যবসাকে পবিত্র করো।

গতকাল(শনিবার) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ-এ ‘দারিদ্র্য বিমোচন ও আত্মশুদ্ধি অর্জনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস পরিচালিত বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড এক সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য রাখেন, জমিয়তে আহলে হাদীস কল্যাণ ফান্ডের সদস্য, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের পরিচালক শাইখ মুযাফফর বিন মুহসিন। মূল বিষয়ের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড-এর সিলেবাস প্রণয়ন কমিটির কারিকুলাম বিশেষজ্ঞ শাইখ মুফায্যল হুসাইন মাদানী, আহলে হাদীস তা‘লীমী বোর্ড-এর সদস্য প্রফেসর ড. ওসমান গনী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শাইখ আব্দুল্লাহ আল-মাহমুদ, মাদরাসাতুল হাদীস ঢাকা’র প্রিন্সিপাল ড. জাকারিয়া বিন আব্দুল জলীল, শায়খ জাহিদ হাসান মাদানী প্রমুখ। 

সেমিনারে আরো উপস্থিত ছিলেন, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের সহকারী পরিচালক জামাল হোসেন, পি এন এন্টারপ্রাইজ কোম্পানি ঢাকা লিঃ-এর চেয়ারম্যান নূর মোহাম্মদ তালুকদার, জমঈয়তে আহলে হাদীস-এর সহ-সভাপতি প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহীম, তাওহীদ ইনস্টিটিউটের প্রিন্সিপাল মুহাম্মদ সানাউল্লাহ, আলহাজ ইউসুফ মেমোরিয়াল দারুল হাদীস মাদরাসার প্রিন্সিপাল, জমঈয়তে শুব্বানে আহলে হাদীস-এস সাবেক সভাপতি শাইখ ইসহাক বিন এরশাদ মাদানী, আইসিটি বিশেষজ্ঞ আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

একই স্থানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডের বিভিন্ন পরীক্ষায় গৌরবজনক ফলাফল অর্জন করায় ৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ হস্তান্তর করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মুহাম্মদ সাঈদ খোকন।অতপর ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই