জয়পুরহাটে কিশোর গ্যাং লিডার রাব্বিসহ ৩ জন গ্রেপ্তার - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে কিশোর গ্যাং লিডার রাব্বিসহ ৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট।
শনিবার (২ মার্চ) রাত সাড়ে ১২টায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো জেলার সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের রমজান আলীর পুত্র কিশোর গ্যাং লিডার রাব্বি হোসেন (২১), বামনপাড়া ভাদসা গ্রামের শ্রী পরিমল চন্দ্রের পুত্র শ্রী প্রিয় সৌরভ (২০) ও পার্বতীপুর গ্রামের কামরুল ইসলামের পুত্র রিসাদ হোসেন (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বর্তমান সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধির পাশাপাশি নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত হচ্ছে তারা। সেই সঙ্গে তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী। এমন একাধিক অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর উপজেলার ভাদসা এলাকায় অভিযান চালিয়ে শনিবার (২ মার্চ) রাত ৮টার দিকে কিশোর গ্যাং লিডার রাব্বিসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়।
মেজর শেখ সাদিক বলেন, গ্রেপ্তারদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই