শিরোনাম

ইবি সিওয়াইবির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত- Chief TV - চিফ টিভি

ইবি সিওয়াইবির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত- Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

ইবি প্রতিনিধিঃ

খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা তরুণ ভোক্তাদের সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ ইফতারের আয়োজন করে সংগঠনটি। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, তানিয়া আফরোজ ও ইয়ামিন মাসুম। ইবি সাংবাদিক সমিতির সভাপতি ও সংগঠনটির সাবেক সভাপতি শাহেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক রাকিব রিফাতসহ সংগঠনটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। এসময় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সবাই ইফতারে অংশ নেন।

সংগঠনটির সভাপতি গোলাম রব্বানী বলেন, “ইবি সিওয়াইবি বিশ্ববিদ্যালয়ের একমাত্র খাবারের ভেজাল প্রতিরোধ বিষয়ক সংগঠন।গতকাল ১৬ মার্চ আমরা বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ক্যাম্পাসের অভ্যন্তরীণ খাবারের দোকান ও ডাইনিং গুলোতে সচেতনতা মূলক ক্যাম্পেইন করেছি।ডাইনিংগুলোতে খাবারের মান দামের তুলনায় বেশ আপত্তিকর তা আমরা সহকারী প্রক্টর স্যার ড. আমজাদ হোসেন স্যার, ইয়ামিন মাসুম স্যার ও তানিয়া আফরোজ ম্যামকে অবগত করেছি।”

এসময় তিনি আরো বলেন,“মূলত আমাদের কাজ আরও বৃদ্ধি ও ছড়িয়ে দিতে, আমাদের সদস্যদের মাঝে ও প্রক্টরিয়াল বডির সাথে সম্প্রীতি বৃদ্ধির জন্য প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে ইফতারের আয়োজন করেছি। আমরা প্রত্যেকবারেই চেষ্টা করি ইফতারে অস্বাস্থ্যকর খাবার উপেক্ষা করার। সবার সাথে ইফতারের বিষয়টা মূলত আমাদের বন্ধন বৃদ্ধিতে সহযোগিতা করে।”

সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন,“বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন গুলো থেকেই একদল
সেচ্ছাসেবী তৈরী হয়, যারা মানবতার কাজে সবসময় এগিয়ে থাকে। তেমনি সিওয়াইবি ইবি শাখা মানবিক কাজ গুলো এগিয়ে রাখবে।”

কোন মন্তব্য নেই