২০২৪ এর উপজেলা নির্বাচনে জনগনের মাঝে প্রার্থী প্রচারণা - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
সামনে উপজেলা নির্বাচন। কেউ উপজেলায় এবং কেউ ভাইস চেয়ারম্যান পদে। মোংলা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে দেখা যাচ্ছে নতুন নতুন মুখ।
তেমনি একজন নতুন মুখ জামাল হোসেন। তারা বংশগত ভাবে আওয়ামীলিগ। তিনি কলেজ থেকে শুরু করেন রাজনীতি। এর পরে থানা ছাত্রলীগে যোগদেন জামাল হোসেন। এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি তার । বেশ পরিচিতি লাভ করেন সাধারণ মানুষের মাঝে।
২০২৪ সালের এই নির্বাচনে প্রথম বারের মতো নিজ নির্বাচনী প্রচারনায় মাঠে নামছে জামাল হোসেন। সাধারণ মানুষের মাঝে ঘুরে ঘুরে ভাগ করে নিচ্ছেন তাদের সুখ দু:খ। তবে ভোট চাচ্ছেন না কারো কাছে, শুধু দোয়া নেয়ার জন্য ঘুরে বেরাচ্ছেন মানুষের দারে দারে।

কোন মন্তব্য নেই