বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ‘পুলিশ মেমোরিয়াল ডে' - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
শুভজিৎ সরকার, চিফ টিভিঃ
"কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান, প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান"
এই শপথ গ্রহণের মাধ্যমে বগুড়ায় বীর পুলিশ সদস্যগনদেরকে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে আজ শনিবার (৯মার্চ) "পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪" উদযাপিত হয়।
এ সময় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সকাল ১০টায় পুলিশ লাইন্স মাঠে অয়াস্থী পুলিশ মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানান। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতিকৃতিতে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বগুড়া জেলা পুলিশ, "পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪" উদযাপন করেছে।
পুষ্পস্তবক অর্পণ শেষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং তাদের প্রতি সম্মান জানাতে ১মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ৯ই মার্চ 'পুলিশ মেমোরিয়াল ডে' হিসাবে পালিত হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুদীপ কুমার চক্রবর্ত্তী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশমাতৃকার সেবায় আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। পুলিশ সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দিতেও কুন্ঠাবোধ করেনা। কর্তব্যরত অবস্থায় অনেক পুলিশ সদস্য আত্মোৎসর্গ করেছেন। তাদের এ আত্মত্যাগ আমাদেরকে আগামী দিনে আরও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে উজ্জীবিত করবে, আমাদের কর্মস্পৃহাকে আরও শানিত করবে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক, (অতিরিক্ত ডিআইজি,অধিনায়ক ৪-এপিবিএন) মোহাম্মদ কাউছার সিকদার( বিশেষ পুলিশ সুপার, সিআইডি),নিয়াজ মেহেদীসহ (গাবতলী সার্কেল) প্রমুখ।
উক্ত অনুষ্ঠান শেষে, পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৪১জন পুলিশ সদস্যের পরিবারের হাতে উপহার তুলে দেন।
কোন মন্তব্য নেই