কিশোরগঞ্জে খড়ের গোলায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জলঢাকা ইউনিট - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে লেদ দোকানের ঝালাইয়ের আগুন থেকে ছিটকে পড়া আগুনের ফুলকি থেকে পাশে থাকা খড়ের গোলায় আগুনের সূত্রপাত ঘটে।
অদ্য দুপুর ১টা১৭ মিনিটে এই আগুনের সূত্রপাত ঘটলে বাজারে থাকা লোকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকলে এক পর্যায়ে আগুন তিব্র থেকে তিব্রতর রুপ ধারন করে পরবর্তীতে দ্রুতো ফায়ার সার্ভিসের জলঢাকা ইউনিটকে খবর জানালে তারা দ্রুতো এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এতে করে বেঁচে যায় অর্ধ শতাধিক দোকান ঘর।দীর্ঘ ৩০ মিনিট চেষ্টার পর দায়িত্বে থাকা জলঢাকা ফায়ার সার্ভিসের এসও রিফাত আল মামুন আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ঐ লেদের দোকানে কাজ করতে থাকা একজন কর্মচারী জানান কাজ করার সময় নিজের অজান্তেই কখন যে এই আগুনের সূত্রপাত হয়েছিলো তারা বুঝতে পারেনী।একপর্যায়ে আগুন যখন দাউদাউ করে জ্বলতে শুরু করে তখন তারা দেখতে পান এবং তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বলে জানান তিনি।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের জলঢাকা ইউনিটকে দ্রুতো খবর জানাতে তারা ঘটনা স্থলে এসে তাদের দুরন্তপনাকে কাজে লাগিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনার মাধ্যমে পাশে থাকা দোকানঘর গুলো বেঁচে যায় এই আগুনের কবল থেকে।
কোন মন্তব্য নেই