নীলফামারী সৈয়দপুরে দুই প্রতিষ্ঠানে জরিমানা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
নীলফামারীর সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (১৬ মার্চ) বিকেলে শহরের এ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আহজারুল ইসলাম।
ভোক্তা অধিকারের অভিযান সূত্রে জানা যায়, শহরের বিসমিল্লাহ ফল ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানের মূল্য তালিকা না থাকায় ১ লক্ষ টাকা ও একটি হোটেলে খাবারে রং মিশানোর দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় উপপরিচালক আহজারুল ইসলাম বলেন, অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আগামীতে অভিযান অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই