জয়পুরহাটে রাষ্ট্রীয় বিপিএম খেতাবপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ নূরে আলমকে নাগরিক সংবর্ধনা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটে পুলিশ সপ্তাহ-২০২৪ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বি পি এম পদক প্রাপ্তি এবং মাদক উদ্ধারে জয়পুরহাট জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোঃ নূরে আলমকে আজ (১০ই মার্চ) রবিবার বিকেলে পুলিশ লাইনস ড্রিল শেড মিলনায়তনে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কমিউনিটি পুলিশিং ফোরাম জয়পুরহাটের আয়োজনে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম হাক্কানী। অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম মামুন খান চিশতী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,জয়পুরহাট চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল,জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নপেন্দ্রনাথ মন্ডল পিপি, পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও জেলা এনজিও সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বন্ধন ১৫ লিঃ এর চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব প্রমুখ।
এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জেলার প্রায় শতাধিক সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ নুর আলমকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই