বগুড়ায় ঢল পরেছে ইফতারি দোকানগুলোতে, জমে উঠেছে বেচা-কেনা - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিকী |
সংযম ও ত্যাগের মাসে ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র মাহে রমজানে অন্যতম অনুষঙ্গ হলো ইফতার।ইফতার যেনো সারাদিনের কান্তি ভুলে প্রশান্তির এক দীর্ঘশ্বাস।
পবিত্র রমজানের শুরুতেই জমে উঠেছে বগুড়ার ইফতার বাজারগুলো। দেখা যায়, দুপুরের পর থেকে বগুড়ায় ইফতারের দোকান খুলতে শুরু করেন ব্যবসায়ীরা। তবে ক্রেতা বাড়তে শুরু করে বিকেল থেকে। বগুড়ার এসব দোকানে ক্রেতারা ভিড় করছে রোজার বাহারি ইফতার সামগ্রী কিনতে।
এই ইফতারি সামগ্রী বিক্রিতে ব্যস্ত সময় পার করছে ফুটপাত থেকে শুরু করে নামিদামি হোটেল রেস্তোরাঁ গুলো। দোকান ও হোটেল জুড়ে মুখরোচক নানা পদের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
ধর্মপ্রাণ মুসলিমরাও এসব খাবার কিনছেন আনন্দের সাথে। তবে দাম নিয়ে আছে দ্বিধা,বেশিরভাগ ইফতার সামগ্রীর দাম গতবারের তুলনায় খুব বেশি পার্থক্য না থাকায় ক্রেতাদের মধ্যে অসন্তষ্টি দেখা যায়নি।
বুট বুন্দিয়া, বেগুনি , গরম পিয়াজির স্বাদ নিতে ব্যস্ত যেন সবাই। এমন চিত্র দেখা যায় বগুড়া শহর জুড়ে ফুটপাতের দোকান ও হোটেল গুলোতে।
ব্যবসায়ীদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারেও ইফতারের বেশিরভাগ পণ্যের দাম বাড়াননি তারা। গত বছরের মতো দাম একই আছে। ২-১ টাকা বাড়লেও সেটা আমরা ধরছি না। তবে ক্রেতা কম। সামনে ক্রেতার সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে তারা।
ইফতারের আনন্দ ভাগাভাগি করতে সংযম ও ত্যাগের মাসে ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র মাহে রমজানে পরিবারের সবাইকে নিয়ে একসাথে নির্দ্বিধায় করতে চায় ইফতার।

কোন মন্তব্য নেই