চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা (বিবিএন) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা( বিবিএস)উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৪, মার্চ (সোমবার) সকাল ১০.টায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামাল পাশা পাভেলের সঞ্জলনায় ক্রীড়া সভাপতিত্ব করেন বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন সদস্য নজরুল ইসলাম ( মাস্টার),এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ করা হয়। পরের ষষ্ঠ থেকে দশম শিক্ষর্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে চেয়ার খেলা হাড়িভাঙ্গা ৮০০ মিটার দৌড় সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। পরে খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন,বীর মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম, উপজেলার ছাএলীগের সভাপতি বেলায়েত উল শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের লিটন,এরশাদ আলী, ধর্ম শিক্ষক মোলভী, বেলাল হোসেন সহ আরো বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে বিকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
%20%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%20%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4%20.jpg)
কোন মন্তব্য নেই