বগুড়ায় লাইসেন্স না থাকায় গ্যাস সিলিন্ডার বিক্রিয় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
বগুড়ার সদর থানাধীন তিন মাথা এলাকার 'বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট’ নামের প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ পরিবেশে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদাল।
মঙ্গলবার(১২ই মার্চ) বিকাল ৩ টার দিকে প্রতিষ্ঠানের মালিক রফিককে এ অর্থদণ্ড করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং অভিযানকালে বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম তাকে সহযোগিতা করে।
ইফতেখারুল আলম রিজভী বলেন, মঙ্গলবার সদরের বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে বগুড়া জেলা প্রশাসকের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, তিনমাথা এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও লাইসেন্স ছাড়াই ঝুঁকিপূর্ণ পরিবেশে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠান। মূলত এইসব কারণেই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।
তিনি আরো বলেন,আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যেখানে সেখানে এলপিজি গ্যাস বিক্রির ডিলারশিপ না দেওয়ার জন্য কোম্পানিগুলোকে সতর্ক করা হয়েছে। সেই সাথে প্রতিটি ডিলারশিপ দেওয়ার আগে প্রয়োজনীয় লাইসেন্সসহ নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই