ডিবির অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের গয়ারডোবা এলাকা থেকে জুয়ার সরঞ্জামাদিসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে জামালপুর পুলিশ গোয়েন্দা শাখা ( ডিবি)-২ । রবিবার ( ১৭ মার্চ ) বিকেলে তাঁদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন , গয়ারডোবা গ্রামের মৃত সারোয়ার হোসেনের ছেলে ইলিয়াস সরকার(৩৫) ,নয়া গ্রামের উমর আলীর ছেলে লেবু (৪০), চর হাতিভাঙ্গা গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে আব্দুল বারী (৪৭), সাপমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রহিম (৪৮) , চৌকার চর গ্রামের মৃত আকালু শেখের ছেলে অরশেদ আলী (৩৬)
ধারারচর গ্রামের মৃত সাদা মিয়ার ছেলে সাইফুল (৪৮) ,ফুলদহপাড়া ( বাট্রাজোর) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে নুর আলম( ৩২) বাট্রাজোর পূর্বপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে সুজা উদ্দিন (৩৩), শ্রীবরদী উপজেলার খামারপাড়া ( কাকিলাকুড়া) গ্রামের আব্বাস আলীর ছেলে আশরাফ আলী( ৩৫) মলামারী গ্রাম( কাকিলাকুড়া) গ্রামের মৃত শহিদ উদ্দিনের ছেলে আবু মিয়া ( ৬০) ।
জামালপুর গোয়েন্দা শাখা ডিবি -২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জনান,গোপন সংবাদের ভিত্তিতে গয়ারডোবা এলাকা অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা
হয়েছে ।
কোন মন্তব্য নেই