শিরোনাম

বড়ভিটা টটুয়ার ডাঙ্গায় সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ- Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে রাতের আধারে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে উপতল ঠাকুর (৩২)ও বাবুল ইসলাম নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।স্থানীয় প্রভাবশালী মহলের সহায়তায় স্থাপনাটি নির্মাণ করছেন তিনি৷

শুক্রবার (২২ মার্চ) রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের টটুয়ার ডাঙ্গায় এমন চিত্র দেখা যায়।সরো জমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ দিন ধরে সরকারি জায়গা টুটুয়ার ডাঙা নামক মাঠটি খেলাধুলা ও বিভিন্ন মেলার আয়োজন করা হয়৷ এবার জায়গাটির প্রথম অংশে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণকাজ করছেন তিনি। সেখানে রাতে ইট দিয়ে দেওয়াল তৈরির কাজ করছেন শ্রমিকরা। প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে। সরকারি জায়গায় স্থাপনা নির্মাণে সরকারি জমি বেদখলের আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থাপনা নির্মাণ কারী উপতল ঠাকুরের সাথে এ বিষয়ে যোগাযোগ করতে গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান জানায়, টটুয়ার ডাঙার মাঠটি সরকারি সম্পত্তি। এখানে এমন একটি অবৈধ স্থাপনা নির্মাণের কথা আমি শুনেছি। গ্রাম পুলিশ দিয়ে এটি বন্ধ করার কথা জানিয়েছি।এবিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে মন্তব্য পাওয়া যায়নি৷

কোন মন্তব্য নেই