বিডি ক্লিন খুলনা জেলা ইফতার ও দোয়া মাহফিল - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
আজ ১৮ই রমজান ২৯ মার্চ ২০২৪ রোজ-শুক্রবার। বিডি ক্লিন খুলনা জেলা ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করে।
উক্ত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-জনাব কবির মল্লিক উপদেষ্টা,খুলনা। আরো ছিলেন বিডি ক্লিনের এক ঝাক তরুন স্বেচ্ছাসেবক বৃন্দ।।
বিডি ক্লিন মূলত পরিচ্ছন্ন ও সামাজিক জনকল্যাণমুখী, স্বেচ্ছাসেবক সামাজিক সংগঠন।।
দিগন্ত জোড়া সবুজের আহাজারি আমি নোংরা কেনও?একদল তারুণ্য যুদ্ধ ঘোষণা করেছে অপরিচ্ছন্নের বিরুদ্ধে।তারা চায় পরিচ্ছন্ন যোদ্ধা হওয়ার চর্চা করতে।
রোজাদারদের পরম আনন্দ মজাদার ইফতারি ।তারই ফলশ্রুতিতে আজ বিডিক্লিন খুলনা জেলা ও উপজেলা টিমের সদস্য এবং দায়িত্বশীল সকলে একত্রিত হয়ে সিয়াম সাধনার মাসে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য বদ্ধপরিকর হয় এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরিচ্ছন্নতা শুরুহোক আমার থেকে।পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন।
কোন মন্তব্য নেই