শিরোনাম

বগুড়ায় পৌরসভা উপ-নির্বাচন মাঠে সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগ - Chief TV - চিফ টিভি

বগুড়ায় পৌরসভা উপ-নির্বাচন মাঠে সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগ - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।একপর্যায়ে তাদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করলেন পুলিশ। জানা যায়, সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চললেও বিকাল সাড়ে ৩টার দিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিবগঞ্জের শব্দলদিঘী ভোট সেন্টারে পাশে বেলগাড়ী পুকুরপাড় নামক স্থানে দুইটি মোটরসাইকেল আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক আওয়ামী লীগ দলীয় নৌকা মনোনিত প্রার্থী হলে তিনি গত ২৮ নভেম্বর মেয়র পদ হতে পদত্যাগ করেন। এ কারণে মেয়র পদ শূন্য হওয়ায় নির্বাচনী তপশীল ঘোষণা করেন নির্বাচন কমিশন। 

এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক ও সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা  উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুসহ আরও চার প্রার্থী। 

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে উভয়পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

কোন মন্তব্য নেই