শিরোনাম

বকশীগঞ্জের পৌর মেয়র হলেন ফখরুজ্জামান মতিন - Chief TV - চিফ টিভি

বকশীগঞ্জের পৌর মেয়র হলেন ফখরুজ্জামান মতিন - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

ইমরান আকন্দ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জের পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মোঃ ফখরুজ্জামান মতিন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৯ মার্চ (শনিবার) রাত সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

তিনি পৌরসভা নির্বাচনে ৮৫৪২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার মোবাইল প্রতীকে পেয়েছেন ৭৫৪৩ ভোট ও সাবেক পৌর মেয়র যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীকে পেয়েছে ৭৪২০ ভোট। 

অপরদিকে চতুর্থ অবস্থানে থাকা আনোয়ার হোসেন বাহাদুর তালুকদার পেয়েছেন ১৬৯৫ ভোট। ১২ টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ৩৫ হাজার ৫১৮ জন। পৌরসভা নির্বাচনে ৪মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী ২৬ জন ও সংরক্ষিত ১০ প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই