শিরোনাম

হাসপাতাল নয় যেনো গাঁজার বাগান - Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি

এনামুল চৌধুরী ফরিদপুর প্রতিনিধিঃ

বলছিলাম ফরিদপুর জেনারেল হাসপাতালের কথা হাসপাতালের কথা অবিশ্বাস্য হলেও সত্য ফরিদপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি জেনারেল হাসপাতালটি এখন গাজা বাগানে পরিণত হয়েছে। 

হাসপাতালের অভ্যন্তরে প্রকাশ্যে বেড়ে উঠেছে শতাধিক গাজার গাছ।

জেনারেল হাসপাতালের উত্তর দিকে ডাক্তার কোয়ার্টারের পথের দুই ধারে ও হাসপাতাল থেকে মসজিদে যেতে পথে দুই ধারে এভাবেই বেড়ে উঠেছে গাজার গাছ তাও সপ্তাহ কিংবা মাস নয় বছরের পর বছর ধরে এভাবেই বেড়ে উঠেছে এই গাছগুলো কোয়াটার এর বাসিন্দারা জানালেন প্রায় ৪-৫ বছর ধরে এই গাছগুলো বেড়ে উঠেছে কয়েকবার কেটে ফেলা হলেও পরবর্তীতে আবারো বড় হয়েছে গাছগুলো 

যে কাজগুলো নিয়ে সমালোচনা হচ্ছে এ কাজগুলোর মধ্যে কিছু গাঁজার গাছ এবং কিছু ভাঙ্গ গাছ  বলে মন্তব্য করেন সরকারী রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক।

ফরিদপুরের সিভিল সার্জন জানালেন যাচাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে একই কথা জানালেন মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাও অনেকেই বলছেন ভাঙ কিংবা গাজ দুই প্রজাতির গাছি মাদকের অন্তর্গত এবং ক্ষতিকর তাই দ্রুত অপসারণের দাবি সকলেরা।

কোন মন্তব্য নেই