শিরোনাম

কুমিল্লায় দু'গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, গুলিবিদ্ধ ৪ - Chief TV - চিফ টিভি

কুমিল্লায় দু'গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, গুলিবিদ্ধ ৪
ছবিঃ প্রতিনিধি
সাবের আব্দুল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা শাসনগাছা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই 'গ্রুপের সংঘর্ষে  জামিল হাসান অর্ণব (২৭ ) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন গুলিবিদ্ধ হয়।

আজ শুক্রবার (১৫ মার্চ) বেলা আড়াইটায় শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম গং ও  মোলা বাড়ির  রাব্বি ও সাক্কু গংদের মধ্যে এ সংঘর্ষের  ঘটনা ঘটে। নিহত অর্নব  শাসনগাছা মধ্যমপাড়া আজহার মিয়া ছেলে।  

অর্ণব শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী। 

এ ঘটনায়  শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিক (২৮) তার ডানপায়ে গুলি লেগেছে। এছাড়াও আহত চেয়ামত উল্লাহ (৩৫) তার কোমড়ে গুলি লাগে। নুরুল আফসার মোহন (২২) এর পিঠে এবং নাজমুল হাসান (২৬) হাতের নীচে গুলি লেগেছে। 

স্থায়ী সূত্র জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে   শুক্রবার জুমার নামাজের পর শহরতলী শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিস কর্মকত অবস্থায় নিহত অর্ণবকে একই এলাকায় ছাত্রলীগ কর্মী রাব্বি ও আলাউদ্দিন  এসে প্রকাশ্যে গুলি করে। পরে  দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্নবকে মৃত ঘোষনা করে। 

বিষয়টি নিয়ে কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন ঘটনা শুনে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিস্তারিত বলবো।

কোন মন্তব্য নেই