পাঁচবিবিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১-Chief TV-চিফ টিভি
ছবিঃ সংগৃহীত
মেহেরাজ হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাট পাঁচবিবি উপজেলায় কুসুম্বা ইউনিয়নে আবার পাড়া গ্রামের হিরা (৩৮) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তথ্যসূত্রে জানা যায় আজকে রাত আনুমানিক ৯:৩০ মিনিট নাগাদ তারাবি নামাজ পড় ছোট ভাইয়ের বিয়েতে বর যাত্রী হয়ে যাওয়ার সময়ে, মধ্যে বূদ্দিগ্ৰামের দোকানে সামনে মোটরসাইকেল নিয়ে দ্রুত মাইক্রোবাস ওভারটেকিং করার কারনে মোটরসাইকেল স্লিপ করে, রাস্তায় পরে মাথায় আঘাত পায়। আঘাত পাওয়ার ফলে নাক,কান, মুখ ও মাথার পিছন সাইট দিয়ে রক্ত বের হতে থাকে।
তথক্ষনাৎ বরং যাত্রী মাইক্রোবাসে করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই