বগুড়ায় পিকনিকের গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ১ - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতীকী |
শুভজিৎ সরকার, চিফ টিভিঃ
বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া (এ ব্লক) বাসস্ট্যান্ডে পিকনিকের গাড়ির চাকায় পিষ্ট হয়ে তাজনুর নামের ১ জন নিহত হয়েছে।
শনিবার (০৯ই মার্চ) রাত সোয়া ৮ টার দিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজনুর বগুড়া শাহজাহানপুর থানাধীন ডোমনপুকুর শাহপাড়া গ্রামের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।

কোন মন্তব্য নেই