শিরোনাম

দৌড়ে এসে দুই বছরের মেয়েকে উদ্ধার, পরনের কাপড় ছাড়া সব পুড়ে ছাই - Chief TV - চিফ টিভি

দৌড়ে এসে দুই বছরের মেয়েকে উদ্ধার, পরনের কাপড় ছাড়া সব পুড়ে ছাই - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

ঘরোত আগুন লাগছে প্রথমে বিশ্বাসই করিনি। একটু পরেই দেখি আকাশে ধুয়া উড়ছে। কাঁধে আলুর বস্তা। বস্তা ফেলে দিয়ে দৌড়ে এসে দরজা ভেঙ্গে দুই বছরের মেয়েকে কোন মত উদ্ধার করি। ঘরের যত জিনিসপত্র ছিল সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নগদ ৫০ হাজার টাকা চোখের সামনে পুড়ে গেল। সব কিছু হারিয়ে স্ত্রী সন্তান নিয়ে সংস্বার চালানোর দূঃশ্চিন্তায় পড়ে এমন কষ্টের কথা জানালেন বগুড়ার শাজাহানপুরের আবাসন প্রকল্পের ঘরে বসবাসকারী মৃত আব্দুল গফুরের ছেলে রনি (২২)।

সোমবার (১১ মার্চ) দুপুরে মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর এলাকায় স্থাপিত আবাসন প্রকল্পে বৈদ‍্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়ে ভূষ্মিভূত হয়েছে একটি ব‍্যারাকের ১০টি ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেন। এই নিয়ন্ত্রণ কাজে সহায়তা করেছেন শাজাহানপুর থানা পুলিশ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে ওইসব পরিবারের সকল জিনিসপত্র সহ প্রায়ই নগদ ১০ থেকে ১২ লাখ টাকা আগুনে পুড়ে গেছে বলে জানান ভূক্তভোগী পরিবারের লোকেরা।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে  ঘটনাস্থল পরিদর্শনে আসেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান সহ গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

সরেজমিনে, আগুনে ভূষ্মিভূত পরিবারের ভূক্তভোগী গরু ব‍্যবসায়ী শাহীন আলম জানান, ঘরের কোন জিনিসপত্র বের করার সুযোগ পাইনি। পরনের কাপড় ছাড়া এখন আর আমাদের কাছে কিছুই নেই। অন‍্যের দেয়া ব‍্যবসার ৬ লাখ টাকা ছিল সব পুড়ে ছাই। এসব চিন্তায় পরিবার নিয়ে দিশেহারা গরু ব‍্যবসায়ী শাহীন আলম।

এঘটনায় শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেন, এটি একটি অত্যন্ত ভয়াবহ দূর্ঘটনা। আমরা খবর পাওয়ার সাথে সাথে ছুটে এসেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অগ্নিকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে সাধ‍্যমত আপনাদের সহায়তা করে যাচ্ছি। সেই সাথে স্থানীয় স্বহৃদয়বান ব‍্যক্তিদের ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়ানোর আহবান রাখছি। পরিশেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সবাই ধৈর্য্যধারণ করার বিনীত আহবান জানান।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সরকারি সহায়তা হিসেবে কম্বল, শুকনো খাবার এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর পক্ষ হতে নগদ ১০ (দশ) হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যেকোন প্রয়োজনে সরকার এবং উপজেলা প্রশাসন থাকবে মর্মে আশ্বাস প্রদান করা হয়েছে।

কোন মন্তব্য নেই