পীরগঞ্জে বৃষ্টির কারণে মেইন রোডে এক হাঁটু পানি - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
রংপুর জেলার ঐতিহ্যবাহী উপজেলা পীরগঞ্জ, আর এই পীরগঞ্জ শহরের সামান্য একটু বৃষ্টির কারণে প্রায় সব সময় পানি জমে থাকে। উন্নয়নের দিক থেকে ধরতে গেলে রংপুর জেলার যতগুলো উপজেলা আছে সবগুলোর মধ্যে পীরগঞ্জে সরকারি অর্থায়নে অধিক পরিমাণে কাজ হয়েছে। তবুও এই পীরগঞ্জ শহরে অনেক রকমের সমস্যা রয়ে গেছে।
রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি দিনাজপুরের রাস্তাটির কাজ সম্পন্ন হলেও রাস্তার সাইট দিয়ে যে ড্রেনগুলো থাকে। এই ড্রেনগুলো পরিষ্কার না করার কারণে সামান্য একটু বৃষ্টি হলেই অধিক পরিমাণে রাস্তায় পানি জমে থাকে।
উপরের ফটো-টিতে যে জায়গাটি দেখানো হয়েছে সেটি হচ্ছে পীরগঞ্জের সিএনজি স্ট্যান্ড। রংপুরের এই পীরগঞ্জ থেকে দিনাজপুরের নবাবগঞ্জ পর্যন্ত প্রতিদিন সেখানে অনেক মানুষের চলাচল। আর এই জায়গাটিতেই সামান্য একটু বৃষ্টির কারণে অধিক পরিমাণ পানি জমে থাকে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।
কোন মন্তব্য নেই