শিরোনাম

নীলফামারী কিশোরগঞ্জে অতি-দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ- Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

অতি-দরিদ্র পরিবারের অনেকটা আর্থিক চাহিদা পূরণে একটি বকনা বাছুর হতে বংশবৃদ্ধির মাধ্যমে একাধিক গরু পালন করে নিজেদের পরিবারের আর্থিক চাহিদা পূরণ সহ আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয়ে বকনা বাছুর প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নীলফামারী কিশোরগঞ্জ এপি।

বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপি’র আয়োজনে উপজেলার রুপালি কেশবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫৪টি অতি-দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ উপজেলার গদা গ্রামের ভিডিসি সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে উক্ত গরু বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপি ম্যানেজার পিকিং চাম্বুগং,প্রোগ্ৰাম অফিসার জেফিরাজ দোলন কুবি,জন কেনেডি ক্রশ, সদর ইউনিয়নের ভিডিসি সভাপতি এনামুল হক প্রমুখ।

কোন মন্তব্য নেই