শিরোনাম

গোবিন্দগঞ্জে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনী গঠনে ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি - Chief TV - চিফ টিভি

গোবিন্দগঞ্জে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনী গঠনে ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
ছবিঃ প্রতিনিধি
আল আমিন হোসেন, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধা  গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে গ্রাম পুলিশদের ৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক, থানা অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ প্রমুখ। সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই