কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৪ অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
এস এম তাজুল হাসান সাদ, জেলা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৪ সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে শনিবার উৎসবমূখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন সুন্দর ভাবে উপভোগ করেন সংগঠনটির সাংবাদিক ও পরিবারের সদস্যবৃন্দ এবং দুপুরে প্রীতিভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ক্লাবের আনন্দভ্রমণে অংশগ্রহণকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক পত্রদূত এর উপদেষ্টা সম্পাদক, চ্যানেল আই'র সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন প্রমুখ।
এসময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানূর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, কার্যকরী সদস্য আরাফাত আলী, মোখলেসুর রহমান মুকুল, শেখ আব্দুল হামিদ, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্লাহ বাহার, আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, ফজলুল হক, মো: শের আলী, আব্দুস সালাম, জিএম আব্দুল বারী, বাপী সরকার, তাজুল ইসলাম সাদ, রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক ও পরিবারের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার ঘোষ, প্রসেনজিৎ কুমার ঘোষসহ সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই