শিরোনাম

ঝিনাইদহে সাংবাদিক বসির আহাম্মেদ এর পুত্র নিশাদের প্রথম রোজা পালন - Chief TV - চিফ টিভি


ঝিনাইদহে সাংবাদিক বসির আহাম্মেদ এর পুত্র নিশাদের প্রথম রোজা পালন
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ

দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ এর পুত্র নিশাদের প্রথম রোজা পালন। সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র তাহফিম আহাম্মেদ নিশান (৭) প্রথম রোজা পালন করে। 

নিশাদ ঝিনাইদহের সাংবাদিক বসির আহাম্মেদ এর পুত্র। প্রথম রোজা রাখবে বলে ২০ রাকাত তারাবী নামাজ আদায় করে। নিশাদের ইচ্ছায় জীবনের প্রথম রোজা পালন শেষে ইফতার করলেন বিষয়খালী দক্ষিণপাড়া  পুরাতন জামে মসজিদে ৮০ জন রোজাদারদের সাথে। নিশাদ এর জন্যে সকলের কাছে দোয়া

চেয়েছেন তার দাদা-দাদী, নানা-নানি, পিতা-মাতা, চাচা-ফুপু, ভাই-বোন,খালা-খালু, সহ আত্মীয় স্বজনেরা। এছাড়াও দোয়া কামনা করেছে দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও রানার পরিবারের সকল সদস্য।

কোন মন্তব্য নেই