শিরোনাম

বগুড়ায় প্রকাশ্যে দুই নেতাকে কুপিয়ে জখম - Chief TV - চিফ টিভি

e¸ovq cªKv‡k¨ `yB ‡bZv‡K Kywc‡q RLg
ছবিঃ প্রতিকী
শুভজিৎ সরকার ঃ

বগুড়া সদর থানাধীন প্রাণকেন্দ্র সাত মাথার বিআরটিসি মার্কেটের সামনে স্বেচ্ছাসেবক লীগ ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (১২ই মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

‘আহতরা হলেন- বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম (৩০) এবং একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাগর কুমার রায় (২৯)।

প্রদক্ষদর্শীরা বলেন, আহত মোমিনুল ও সাগর মোটরসাইকেল করে বিআরটিসি মার্কেটের সামনে থেকে কালিয়া বাজারের দিকে যাচ্ছিলো। এমন সময় পেছন থেকে প্রায় ১০-১২ জন দুর্বৃত্তরা এসে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় । দুর্বৃত্তরা তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক না কেন তাদের গ্রেফতার করতে আমাদের টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। 

তিনি আরো বলেন, বর্তমান আহত মোমিনুল আশংকাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এবং সাগর সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

কোন মন্তব্য নেই