এক মাস পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
জয়নাল আবেদীন জয়, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
লোকসানের আশঙ্কায় টানা ১ মাস বন্ধ রাখার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।
আমদানিকারকরা জানান, গত মাসে ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ার পর দেশের বাজারে ব্যাপক দাম কমে যায়। এতে লোকসান গুনতে হয়। তাই লোকসানের আশঙ্কায় বন্ধ ছিল আমদানি।
এর আগে অনুমতি (আইপি) পাওয়ার পর ৩ ফেব্রুয়ারি থেকে আলু আমদানি শুরু হয় এ বন্দর দিয়ে। আমদানি শুরুর পর দেশের বাজারে ধাপে ধাপে কেজিতে ২০ থেকে ২৫ টাকা দাম কমে যায়। এতে লোকসান হচ্ছে দাবি করে ৮ ফেব্রুয়ারি থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় আমদানি।
হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক আহমেদ কবির বাবু জানান, গত ৩ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু আমদানি করেন। কিন্তু দেশের বাজারে দাম অনেকটাই কমে যায়। এতে লোকসানের মুখে পড়তে হয়। ফলে আমদানির অনুমতি (আইপি) থাকার পরও আলু আমদানিতে বন্ধ রাখেন। বর্তমানে দেশের বাজারে আলুর দাম আবারও বাড়তে শুরু করেছে। তাই লাভের আশায় আমদানি শুরু করেছেন।
হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী জানান, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। হিলি বন্দরের ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পায়। এর পর ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে মাত্র ৫ দিন আলু আমদানি হয়। এর পর আর কোনো আলু আমদানি হয়নি।
পানামা হিলি পোর্ট লিঙ্ক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, শনিবার তিনটি ট্রাকে ৬৯ টন আলু ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে।
এদিকে হিলি বাজারে দেখা যায়, গত এক সপ্তাহ আগে যে দেশীয় আলু খুচরা পর্যায়ে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে, এখন সেই আলু ২৮-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কোন মন্তব্য নেই