কাজীপুরের সোনামুখী বাজারে ভোক্তা অধিকার আইনে ৩টি দোকানে জরিমানা- Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিখ্যাত সোনামুখী বাজারে ভোক্তা অধিকার আইনে ৩টি দোকানে জরিমানা করা হয়েছে।
শনিবার,১৬ (মার্চ) দুপুরে কাজীপুর উপজেলার সোনামুখী বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক মেয়াদ উওীর্ণ আচার,থাকায় ইসলামিয়া স্টোরকে ৫ হাজার টাকা, জরিমানা করা হয়।
এরপর অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করার কারুণে আল মদিনা হোটেল এন্ড দই- মিষ্টি ঘর, আব্দুল কুদ্দুস কে ১৫ হাজার টাকা, এবং খোকা দই- মিষ্টি ঘর কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পবিত্র মাহে রমজানে ক্রেতাদের মাঝে স্বাস্থ্যকর খাবার ও পুষ্টির মান ঠিক রাখতে এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ ও দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেন কাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শানজীদা মুস্তারী।
তিনি সাংবাদিকদের বলেন.ব্যবসা একটি পবিত্র কাজ কিন্তুু সরকারি বিধি মেনে না করলে ধর্মিয় দিকে যেমন গুনাহের কাজ তেমনি রাষ্ট্রীয়ভাবে দণ্ডনীয় অপরাধ, তাই আজকে জরিমানা প্রদানের মাধ্যমে সতর্ক করা হয়েছে।
কোন মন্তব্য নেই