সাংবাদিক পিটিয়ে জখম করলেন তিতুমীর কলেজ ছাত্রলীগ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের কর্মীরা সাব্বির আহমেদ নামে এক সাংবাদিককে রড লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। সাব্বির আহমেদ সময়ের আলো আলোর নিজস্ব প্রতিবেদক এবং তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
২২ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় সাব্বির আহমেদ তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে ইফতার করে ফেরার পথে আক্কাসুর রহমান আঁখি হলে সামনে প্রধান সড়কে এই হামলা করে। সাব্বির আহমেদ বলেন, শুক্রবার ক্যাম্পাসে আমার একটি ইফতারের প্রোগ্রাম ছিল। তাই আমি কলেজে গিয়েছি। যাওয়ার পর কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক এস এম ইমরুল রুদ্র সহ আরো কয়েকজন আমার সাথে দেখা করে। পরে ইফতার শেষে ফেরার পথে আক্কাসুর রহমান আঁখি হলের সামনে প্রধান সড়কে বিশ পঁচিশ জন রড লাঠিসোটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।
হামলায় সাব্বির আহমেদ মাথায়,বুকে, পিঠে, হাতে এবং শরীরের আরো অন্যান্য জায়গার প্রচন্ড আঘাত পান এবং রক্তপাত হয়ে থাকে।
সূত্রে জানা যায়, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের নেতৃত্বে সহ সাধারণ সম্পাদক এস এম ইমরুল রুদ্র নেতা কর্মীদের নিয়ে এই হামলা করে।
হামলায় বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে অবগত করা হলে তারা বলেন, হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরপর বাংলাদেশ ছাত্রলীগের একটি নোটিশে ইমরুল রুদ্রকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
সাংবাদিকের ওপর এরূপ হামলার ঘটনায় সারাদেশের সংবাদ কর্মীরা তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা ২৪ ঘন্টার আল্টিমেট দিয়ে বলেছে যদি হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা না হয় তাহলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
কোন মন্তব্য নেই