বগুড়া শহর জুড়ে বিদ্যুতের মরণ ফাঁদ, উদাসীন বিদ্যুৎ বিভাগ- Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
বগুড়া শহরজুড়ে বিদ্যুতের তারের জঞ্জালে অতিষ্ঠ ও আতঙ্কে নগরবাসী। প্রতিটি বিদ্যুতের খুঁটিতে অন্ত্রের নাড়ির মতো জট পাকিয়ে আছে তারগুলো। এসব তারগুলো কোন সংস্থার, কোন কাজের, সাধারণভাবে তা বোঝার কোনো উপায় নেই। যে যেভাবে পেরেছে, বাসা-অফিসে সেভাবে টেনে নিয়েছে তারের সংযোগ। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটি ছাড়াই দেওয়া হয়েছে সংযোগ। আবার শহরের প্রত্যেকটি বৈদ্যুতিক খুঁটিগুলো যেন ডিস,ওয়াইফাই, টেলিযোগাযোগের দখলে। এই তারের জঞ্জাল নিয়ে নগরবাসীর আশঙ্কা, যেকোনো সময় শহরে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
চিফ টিভির অনুসন্ধানে দেখা যায়, শহরের নিউ মার্কেট, ইনসান মার্কেট, সাব্বির মার্কেট, রফিক খান, খান মার্কেট, সপ্তপদী মার্কেট, গোলাপট্টি, ফতেআলী বাজার, থানার মোড়সহ গুরুত্বপূর্ণ প্রতিটি মহল্লা থেকে শুরু করে বৃহত্তম খুচরা ও পাইকারি মার্কেট গুলোতে অপরিকল্পিতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার।
স্থানীয় ও দোকানদাররা বলেন, বিদ্যুৎ অফিসকে অনেকবার জানানোর শর্তেও তারা মার্কেট গুলোতে পুরাতন সংযোগ পরিবর্তন করে তারের জঞ্জাল নিরসনে কোনো পদক্ষেপ নেননি। বৈদ্যুতিক তারসহ বিভিন্ন কোম্পানির তার বিশৃঙ্খল অবস্থায় ঝুলে আছে। এসব তার দেখতেও অসুন্দর লাগে। অনেক সময় গাড়িতে লেগে এসব তার ছিঁড়ে পড়ে থাকে। তারগুলো শৃঙ্খলার মধ্যে আনা দরকার। নয়তো যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বিভিন্ন সরকারি-বেসরকারি বাণিজ্যিক সংস্থার অফিসগুলোতে বিদ্যুতের খুঁটির মাধ্যমে অপরিকল্পিতভাবে ইন্টারনেট লাইন, কেব্ল লাইন, টেলিফোন সংযোগের তার টানা হয়েছে। আর অলিগলিতে ইন্টারনেটের তারের সঙ্গে আছে কেব্ল সংযোগের তার। ব্যস্ত এ শহরে জালের মতো ঝোলানো অসংখ্য তার ও তারের কয়েল।
শহরবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই বিদ্যুৎ অফিস ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যেনো তারের এই জঞ্জাল নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।এ বিষয়ে বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ চিফ টিভির সাথে কথা বলতে রাজি হন না।
কোন মন্তব্য নেই