শিরোনাম

বগুড়ায় র‍্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলাফর আসামি গ্রেতার - Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়া র‌্যাব -১২ এর যৌথ অভিযানে বগুড়ার শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি  স্বপন মিয়াকে (৩১) গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, গাইবান্ধার সদর থানা এলাকার টিনদহ গ্রামের বাসিন্দা স্বপন মিয়ার (৩১)। বর্তমান সে শেরপুর শহরের ধুনট রোড এলাকার খন্দকারপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। পাশাপাশি ভাঙারি ব্যবসা করতেন।

বুধবার (২০মার্চ) বিকালে র‍্যাব কার্যালয়ে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।এ সময় তিনি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন উল্লেখ্য, বগুড়ার শেরপুর পৌর শহরের খন্দকারপাড়া এলাকায় স্বামী পরিত্যক্তা নারীকে বাড়িতে আশ্রয় দিয়ে তাঁর ৭ বছরের শিশু মেয়েকে ধর্ষণ করে স্বপন মিয়া। গত শুক্রবার (১৫ই মার্চ) দুপুর ২টার দিকে শিশুটি ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর থেকেই আসামি স্বপন মিয়া পলাতক ছিলেন। 

এ ঘটনায় গত শনিবার (১৬মার্চ) রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর থানায় মামলা দায়ের করেন। এই প্রেক্ষিতে, র‍্যাব-১২ একটি গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১৪ টাংগাইল একটি যৌথ অভিযান চালায়। এসময় ময়মনসিংহের কোতোয়ালী উপজেলার বেড়িবাদ কালিবাড়ি এলাকায় আসামি স্বপনকে গ্রেফতার করা হয়। 

র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শেরপুর থানায় পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই