শিরোনাম

বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত - Chief TV - চিফ টিভি

বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা “নারীর সমধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই শ্লোগানকে সামনে রেখে  (৮ই মার্চ শুক্রবার) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার। 

আইজিএ প্রশিক্ষক মৌসুমি আক্তারের সঞ্চালনা আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর বেগম, এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই