সিরাজগঞ্জের শাহজাদপুরে "মা সমাবেশ" অনুষ্ঠিত- Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
আজ (২১ মার্চ) বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ও পৌরসভার অন্তর্গত "বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে" পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ দিন ছুটি থাকায় শিক্ষার্থীদের লেখা পড়ার গুনগতমান বৃদ্ধি, বাড়ির কাজ তৈরি, স্কুল ড্রেস তৈরি, উপস্থিত বৃদ্ধি, ঝরে পড়া রোধ ও সচেতনতা মূলক বিষয় নিয়ে প্রধান শিক্ষক "জনাব শিম্মি উজ জাহান" মা সমাবেশের আয়োজন করেন।
উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা সভা করেন, সার্বিক বিষয় শুনে উপস্থিত সকল মায়েরা সম্মতি জ্ঞাপন করেন।পরিশেষে প্রধান শিক্ষক উপস্থিত অভিভাবক সবাইকে ধন্যবাদ জানিয়ে "মা সমাবেশের" সমাপ্তি ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই