শিরোনাম

সারিয়াকান্দিতে জমিজমা বন্টনকে কেন্দ্র করে বসতবাড়িতে অগ্নিসংযোগ - Chief TV - চিফ টিভি

সারিয়াকান্দিতে জমিজমা বন্টনকে কেন্দ্র করে বসতবাড়িতে অগ্নিসংযোগ - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

জমিজমা বন্টনকে কেন্দ্র করে দুদু নামের এক কৃষকের বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ মার্চ) আনুমানিক সকাল ১০টায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়ের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কৃষকের প্রায় ১৫ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ ঘটনায় দুদু আকন্দের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন‍্যে থানায় নেওয়া  হয়েছে। 

সরোজমিনে গিয়ে জানা গেছে, রোববার (৩ মার্চ) আনুমানিক সকাল সাড়ে নয় ঘটিকায় কাজলা পশ্চিমপাড়া এলাকার মরহুম আব্দুল আকন্দের ছেলে মোজাফফর, চাঁন মিয়া ও দুদু আকন্দ নামের তিন ভাইয়ের মধ‍্যে কুতুবপুর মৌজার ৩১৭ দাগের ১১ শতাংশ জমিজমা বন্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি মিমাংসার জন‍্যে স্থানীয়ভাবে ও থানা পুলিশ মিমাংসার চেষ্টা করে। পরে থানা পুলিশের পক্ষ থেকে দুদুর দখলে থাকা জমি অপর দুইভাইকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

স্থানীয় আব্দুর রশিদ জানান, দুদু আকন্দ তাদের অপর দুই ভাইয়ের সাথে জমি বদল (এয়াজ) করে কাজলা পশ্চিমপাড়া মোড়ে বাড়ী করে জমি ভোগ দখল করে আসছে।

মোজাফফর ও চাঁন মিয়া জানান, গ্রাম‍্য মাতবর ও থানা প্রশাসনের নির্দেশে জমিতে ঘর তোলার প্রস্তুতিকালে দুদুর স্ত্রী জোৎনা বেগম তার ছেলে সাদ্দাম ও শাজাহান নিজেদের গোয়াল ঘরে আগুন দিয়ে সটকে পরে। 

জোৎনা বেগম জানান, জোড়পূর্বক জমি দখল করার জন‍্যে তার স্বামীর দুই বড় ভাই ঘরে আগুন দিয়ে তার দুই সন্তানকে পুলিশের হাতে তুলে দেন।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টীম ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটেনি। 

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, আগুন লাগানোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন‍্যে সাদ্দাম ও শাহজাহানকে থানা আনা হয়েছে।

কোন মন্তব্য নেই