শিরোনাম

নীলফামারী কিশোরগঞ্জে চারদিন ধরে অবরুদ্ধ এক পরিবার, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন - Chief TV News

নীলফামারী কিশোরগঞ্জে চারদিন ধরে অবরুদ্ধ এক পরিবার, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন - Chief TV News

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারী কিশোরগঞ্জে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে একটি পরিবার চার দিন ধরে অবরুদ্ধ জীবন যাপন করছে। বাড়ি থেকে বের হলেই তাদের মেরে ফেলা হবে। ভীত সন্তষ্ট পরিবারটির ০৮ জন সদস্য প্রতি পক্ষের ভয়ে খেয়ে না খেয়ে বাড়ির মধ্যে জিম্মি অবস্থায় রয়েছে। অবরুদ্ধ দশা থেকে মুক্ত হতে পরিবারের এক সদস্য গোপনে পালিয়ে এসে পুলিশ নিয়ে গেলে পুলিশের সামনে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে  উপজেলার বড়ভিটা ইউনিয়নের হালকাপাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মাহাতাব উদ্দিনের ছেলে নুহ ইসলামের আধাপাকা বাড়ির গেট ভীতর থেকে বন্ধ।সাংবাদিক পরিচয় দিয়ে পরিবারের লোকজনকে ডাকলে তারা জানালা খুলে প্রথমে বলেন আপনারা সাংবাদিক আমাদেরকে নিরাপত্তা দিতে পারবেন ? বাড়ি থেকে বের হলেই আরমান গংরা আমাদের পিটিয়ে মারবে। এ ধরনের কথা হওয়ার সময় নুহ ইসলামের ভাগিনা বাড়ী থেকে সাংবাদিকদের কাছে আসতে থাকলে আরমান পক্ষের পাঁচ থেকে সাত জন ব্যক্তি লাঠি সোটা হাতে নিয়ে ধর ধর বলে চিৎকার দিয়ে ধাওয়া করে। পরিবারের সদস্য চরম নিরাপত্তাহীনতায় আছে। 

প্রতিপক্ষ প্রধান আরমান গ্রফের সাথে কথা বললে তাদের ১০ থেকে ১২ জন পুরুষ-মহিলা সমস্বরে বলে তারা কোন মন্তব্য করবেন না। 

ভুক্তভোগী নূহ ইসলাম বলেন, আমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে চারদিন থেকে।তারা আমাদের পেলে হত্যা করে ফেলবে। আমার পরিবারের লোকজন না খেয়ে আছে।আমি এবিষয়ে এরআগে থানায় অভিযোগ করেলেও প্রতিকার পাইনি।আমি নিরাপত্তাহীনতায় আছি এখন আমার থানা পুলিশের সহায়তায় দরকার।  

এবিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পলাশ চন্দ্র মন্ডলের সঙ্গে কথা বললে তিনি জানায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ সেখানে অবস্থান করবে।

কোন মন্তব্য নেই