শিরোনাম

হিলিতে ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত এক নারীর মরদেহ - Chief TV News

হিলিতে ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত এক নারীর মরদেহ - Chief TV News

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলি রেল স্টেশন এলাকা থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টায় হিলি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নীলসাগর ট্রেনের সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ক্রসিংয়ের সময় পঞ্চগড় ট্রেনের ইঞ্জিনে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশে খবর দেন।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, পঞ্চগড় এক্সপ্রেসে আসা মরদেহের দুই পা থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। 

কোন মন্তব্য নেই