ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজার নির্বাচনী প্রচারণা - Chief TV - চিফ টিভি
মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী-লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম রেজার পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন সোনামুখি ইউনিয়ন আওয়ামী-লীগ ও তার সহযোগী সংগঠন।
মঙ্গলবার ১৬ই এপ্রিল বিকালে কাজিপুর উপজেলার সোনামুখি উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কুরআন তেলোওয়াতে মাধ্যমে শুরু হয় । উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টারের সঞ্চালনায় সোনামুখি ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি আব্দুল রাজ্জাক সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী-লীগের সহসভাপতি ও সোনামুখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখি ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাএলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবু বক্কর, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ বাবু রণি,ছাএলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
নেতাকর্মীরা ও সোনামুখি ইউনিয়নের সকল মেম্বারগণ এখানে উপস্থিত ছিলেন এ সময় সকল নেতাকর্মীদের মুখে একটি কথায় বার বার শুনা গিয়েছে সেলিম রেজার পক্ষে ভোট চাইতে ও সবশেষে সকল নেতাকর্মীরা সেলিম রেজার পক্ষে ভোট প্রার্থনা করেন।
কোন মন্তব্য নেই