সারিয়াকান্দিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান- Chief TV - চিফ টিভি
সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে সোমবার সকালে আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠান হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান।
উক্ত কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহাগ চৌধুরী, শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা আলী হোসেন প্রমুখ।
উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজন করতে সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান ।
কোন মন্তব্য নেই