তিব্র তাপপ্রবাহের কারণে ময়মনসিংহের ভিন্ন ভিন্ন জায়গায় গলে যাচ্ছে রাস্তার পিচ - Chief TV - চিফ টিভি
অমিত হাসান রনি ত্রিশাল উপজেলা প্রতিনিধিঃ
বেশ কয়েকদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে , এবার দেখা গেলো যশোরের মতন ময়মনসিংহে একই অবস্থা।
ময়মনসিংহ ত্রিশাল উপজেলা সহ ভিন্ন ভিন্ন জায়গায় দেখা মিললো তীব্র তাপপ্রবাহে কারণে রাস্তার বিন্ন বিন্ন জায়গায় গরমে পিচ গলে যেতে।
গরমে ভোগান্তি বেড়েছে জনসাধারণের।
সওজ সংশ্লিষ্ট সূত্র পিচ গলার কারণ হিসেবে দাবি করেছে, তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকলে বাতাসের আদ্রতার কারণে অনুভূতির পরিমাণ আরও কয়েক ডিগ্রি বেশি। সড়কের পিচের ওপরে এই তাপমাত্রা আরও প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে। আর কালো হওয়ায় এই পিচ সূর্যের তাপও শোষণ করে বেশি। এছাড়া সড়কে চাকার ঘর্ষণের ফলে উৎপাদিত তাপও এর সঙ্গে যুক্ত হওয়ায় পিচ গলে যেতে পারে। তবে এর বাইরে সড়কের কাজ মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
কোন মন্তব্য নেই