শিরোনাম

ইন্দুরকানীতে উচ্চফলনশীল বিনাধান-১৪ এর জাত পরিচিতি- Chief TV - চিফ টিভি

ইন্দুরকানীতে উচ্চফলনশীল বিনাধান-১৪ এর জাত পরিচিতি- Chief TV - চিফ টিভি
                                                                                        ছবিঃ প্রতিনিধি
সাইফুল ইসলাম হাওলাদার পিরোজপুর প্রতিনিধিঃ

বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উচ্চফলনশীল বিনাধান-১৪. এর জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণ পদ্ধতি শীর্ষক' কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ,

আজ সোমবার উপজেলা পরিষদের কৃষি অফিস প্রশিক্ষণ হলরুমে  বিনাধান ১৪. এর জাত পরিচিতি চাষাবাদ পদ্ধতি বীজ উৎপাদন এবং সংরক্ষণ পদ্ধতি শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিনা উপকেন্দ্র বরিশাল এর ভারপ্রাপ্ত কর্মকর্তা  নাজমুন নাহার এর সভাপতিত্বে,

 প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহ এর মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন. (প্রশা.ও সা.সা.) বিনা ময়মনসিংহ এর পরিচালক ড.আবুল কালাম আজাদ. আরো উপস্থিত ছিলেন,  পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম এবং ইন্দুরকানী উপজেলা কৃষি অফিসার মোসা কামরুন নেছা সুমি'সহ  ৫০ জন কৃষক কিসানি উপস্থিত হয়েছেন।

কোন মন্তব্য নেই