তীব্র তাপ প্রবাহের কারনে পানি শূন্য মিরসরাইয়ের অধিকাংশ নলকূপ - Chief TV - চিফ টিভি
মিরসরাই উপজেলা প্রতিনিধি সাকিব চৌধুরীঃ
গত কয়েকদিন দেশজুড়ে তীব্র তাপ প্রবাহ, এর ফলে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী সহ সকল শ্রেনি পেশার মানুষ, গরমে অতিষ্ঠ হয়ে ওঠেছে জনজীবন, এর মাঝে মিরসরাইতে অধিকাংশ নলকূপে উঠছে না পানি, ফলে ভোগান্তির মাত্রাও বাড়ছে। অনাবৃষ্টি ও প্রবল খরার কারনে নলকূপগুলো শুকিয়ে পানি শূন্য হয়ে পড়ছে, এছাড়াও বিভিন্ন শিল্পকারখানায় অপরিকল্পিত ভাবে গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের কারনেও নিয়মিত সুপেয় পানি পাচ্ছে না মিরসরাইয়ের অধিকাংশ মানুষ।
কোন মন্তব্য নেই