শিরোনাম

মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়, দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - Chief TV - চিফ টিভি

মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়, দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - Chief TV - চিফ টিভি
                                                     ছবিঃ প্রতিনিধি
 মোঃ এনামুল চৌধুরী ফরিদপুর প্রতিনিধিঃ

"মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন" এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঈদে সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ৭ই মে, ২৭শে রমজান, রোজ রবিবার বিকাল চার ঘটিকায় "মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন" এর স্বেচ্ছাসেবকেরা ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই সামগ্রী বিতরণ করেন।

তাদের বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলাওর চাল, ৫০০ গ্রাম চিনি, এক প্যাকেট সেমাই, ৫০ গ্রাম গুড়া দুধ এবং ৫০০ গ্রাম মুড়ি।

"মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন" এর প্রধান কার্যক্রম রক্তদানে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকে। "মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন" এর চেয়ারম্যান "ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন" ইফতার পরবর্তী আলোচনায় বলেন, আমাদের আজকের ঈদ সামগ্রী বিতরণের অন্যতম উদ্দেশ্য হল সমাজের বিত্তশীলদেরকে অভাবীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা এবং প্রতিটি স্বেচ্ছাসেবী ভাই ও বোনকে দুস্থ মানুষের পাশে থাকার জন্য মানসিকভাবে তৈরি করা। যাতে করে তারা লজ্জাকে পাস কাটিয়ে, ভয়কে জয় করে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ গ্রহণ করতে পারে এবং মানুষের সেবা করতে পারে।




কোন মন্তব্য নেই